অ্যাসিড টেস্টে ‘ফেল’, হালে পানি পেল না পদ্মশিবির, দেশ জুড়ে শোচনীয় হার বিজেপির

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন রাজ্যের রাজনৈতিক দলগুলির জন্য একপ্রকার অ্যাসিড টেস্ট ছিল। সেই টেস্টে ব্যাপক হার গেরুয়া শিবিরের। কেবল বাংলা নয়, গেরুয়া শিবিরের নেতারা দেশ জুড়েও জয়ের জিগির তুললেও, ফলাফল বলছে একেবারে উলটো কথা।

বাংলায় কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ পেয়েছেন এক লক্ষ ২৭৫৯ভোট। প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর থেকে অন্তত পঞ্চাশ হাজার বেশি ভোট পেয়েছেন আলিফা। বিজেপি প্রার্থী পেয়েছেন ৫২৭১০ ভোট। কংগ্রেসের কাবিল উদ্দিন শেখ পেয়েছেন ২৮৩৪৩।

কেবল রাজ্যেই নয়, পাঁচ কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপির ঝুলিতে মাত্র এক আসন। গুজরাটের কাদি, বিসাবাদরে উপনির্বাচনে কেবল কাদি আসন জিতেছে গেরুয়া শিবির। বিসাবাদরে জয়ী আম আদমি পার্টির প্রার্থী।

কেরলের নীলাম্বরে জয়ী কংগ্রেস প্রার্থী। লুধিয়ানা পশ্চিমে ফের জয়ী আম আদমি পার্টি।  এই পাঁচ কেন্দ্রেই উপনির্বাচন হয় ১৯ জুন। ভোট গণনা হল ২৩ জুন।

উল্লেখ্য, বাংলার কালীগঞ্জ বিধানসভায় গণনার শুরু থেকেই বিপুল ব্যবধানে এগিয়ে ছিলেন আলিফা। সকাল থেকেই বাম-বিজেপি থেকে তৃণমূলের প্রার্থীর ব্যবধান চোখে পড়ার মতো।গণনা শেষে দেখা গেল, ২০২১-এর নির্বাচনে বাবা নাসিরুদ্দিনের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন মেয়ে আলিফা। ২১-এর ভোটে নাসিরুদ্দিন জিতেছিলেন ৪৬,৯৮৭ ভোটে, আলিফা জিতলেন তার থেকেও কয়েক হাজার বেশি ব্যবধানে।