📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় দেশের ‘অ্যাক্টিং প্রাইম মিনিস্টার’। তিনি কে? নাম করেননি মমতা। তবে রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য, মমতা যা বলেছেন, তাতে তাঁর ইঙ্গিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেই।
সোমবার মুর্শিদাবাদ পৌঁছে বিএসএফের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। ধুলিয়ান, সুতির হিংসায় বিএসএফের কারণেই অশান্তি বৃদ্ধি পেয়েছিল বলে অভিযোগ করেন মমতা। সেই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘দেশের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে? আমি জানি না। আমাকে কয়েক জন ছাত্র বললেন। বিজেপি এর জবাব দিতে পারবে। অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন। আমি তাঁকে বলব, চেয়ারে বসে ভেদাভেদের রাজনীতি করবেন না। সাম্প্রদায়িক অশান্তি না-করে, সীমান্ত রক্ষায় নজর দিন।’’
‘অ্যাক্টিং প্রাইম মিনিস্টার’কে বলব, অশান্তি না-বাধিয়ে সীমান্তে নজর দিন, মমতার নিশানা কি শাহের দিকে?
