নিজস্ব সংবাদদাতা, Todays Story: পশ্চিমবঙ্গের দক্ষিণে চলছে তাপপ্রবাহ। বৃষ্টির দুরদুরান্ত পর্যন্ত কোন দেখা নেই। এই অসহ্য গরমে সাধারণ মানুষের জন্য, রামনবমী উপলক্ষে, বেহালা পর্ণশ্রী অঞ্চলে, একটি জলছত্রের আয়োজন করা হয়। এই উদ্যোগের প্রধান আয়োজক অমিতাভ চক্রবর্তী বলেন – “ মানব সেবাই পরম ধর্ম “ সেই কথা মাথায় রেখেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা সারা বছর বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – প্রদীপ পাল, রতন দত্ত, লাল্টু কর সহ আরও অনেকে।