📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলা ভাষা নিয়ে বিজেপি নেতা তথা দলের আইটি সেল প্রধান অমিত মালব্যর মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিবাদের আবহ তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে বাংলা ভাষাকে অপমান করার অভিযোগ তুলে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার এয়ারপোর্ট এক নম্বর মোড়ে কুশপুতুল দাহ করল বাংলা পক্ষ।
শহরাঞ্চল জেলার উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সম্পাদক পিন্টু রায়। তিনি বলেন, “বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির ওপর আঘাত আমরা মেনে নেব না। বিজেপি যেভাবে বাঙালির অস্তিত্বকে ধ্বংস করতে চাইছে, বাংলাদেশি দাগিয়ে জেলে পাঠানোর হুমকি দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।”
বাংলা পক্ষর পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার স্বার্থে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা।

