অভিশপ্ত সোমবার? শেয়ার বাজারে মহা পতনে ফের কি মহাসঙ্কটের হাতছানি!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিশ্ব বাজার যেন এক অদৃশ্য ভূমিকম্পে কাঁপছে। সেই কম্পনের তীব্রতা এতটাই যে, আজ ৭ এপ্রিল তথা ২০২৫ সালের প্রথম সোমবার ইতিহাসে অভিশপ্ত দিন তথা ‘ব্ল্যাক মান্ডে’ (Black Monday) হিসাবে চিহ্নিত হয়ে থাকবে কিনা সেই উদ্বেগ পর্যন্ত তৈরি হয়ে গেছে। ট্যুইটার তথা এক্স-এ ট্রেন্ড করছে শব্দটি। তার সঙ্গে যোগ হয়েছে আরও একটি নতুন শব্দ—‘অরেঞ্জ মান্ডে’। ট্রাম্পের নতুন ট্যারিফ নীতি তথা শুল্ক নীতির ধাক্কায় যেভাবে পতনের মুখে পড়েছে গোটা বিশ্বের তাবড় শেয়ার বাজার, তাতে যেন যেন চোখে ভাসছে ১৯৮৭-র সেই কালো সোমবারের স্মৃতি।

কী হয়েছিল ১৯৮৭-র ‘ব্ল্যাক মান্ডে’-তে (Black Monday 1987)?

১৯৮৭ সালের ১৯ অক্টোবর বিশ্ব শেয়ার বাজারে নেমে আসে ইতিহাসের অন্যতম বড় ধস। মাত্র একদিনেই ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক ২২.৬ শতাংশ পড়ে যায়। ভয়াবহ সেই পতনের পিছনে ছিল প্রোগ্রাম ট্রেডিং, বাজারের অতিমূল্যায়ন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও আতঙ্কে বিক্রি।
আজ আবার সেই চিত্রপট তৈরি হচ্ছে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কৌতূহল হতে পারে, ৩৮ বছর পর কেন উঠছে ‘ব্ল্যাক মান্ডে’-র প্রসঙ্গ?
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের চালু করেছেন কঠোর আমদানি কর নীতি। ৯০টিরও বেশি দেশের উপর ধারাবাহিক ট্যারিফ বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাল্টা পদক্ষেপে চিনও ঘোষণা করেছে আমেরিকার উপর নতুন শুল্ক চাপাবে তারা। এই বাণিজ্য যুদ্ধেই নড়বড়ে হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি।

error: Content is protected !!