📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:তমলুকের BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৈরি হল উত্তপ্ত পরিস্থিতি। ধরনারত চাকরিহারা এবং BJP-র সমর্থকদের মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়। সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।শনিবার সকালে মিছিল করে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, চাকরিহারাদের ধরনা মঞ্চের সামনে ওই মিছিল পৌঁছলে মঞ্চ থেকে চোর স্লোগান ওঠে। পালটা স্লোগান তোলেন BJP কর্মীরা।তৃণমূল কংগ্রেসের অভিযোগ, BJP-র মিছিল থেকে ইট ছোড়া হয়েছিল। যদিও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পালটা দাবি, BJP-র শান্তিপূর্ণ মিছিলে অশান্তি করার চেষ্টা করার করছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি, ধস্তাধস্তির অভিযোগ
