📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলার জন্য বরাদ্দ টাকা আটকে রাখার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে (Central Government) বারংবার বিদ্ধ করেছে রাজ্য সরকার (State Government)। সংসদেও সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদরা। এই আবহে এবার রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পের আটকে থাকা টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার।
নবান্ন সূত্রে খবর, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের জন্য ৩৬১ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। গত দু’বছর ধরে আটকে রাখা হয়েছিল এই টাকা। যদিও এখনও একশো দিনের টাকা, আবাস যোজনার টাকা, শিক্ষা মিশনের টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা এখনও পায়নি বাংলা।
জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের অতিরিক্ত সচিবের পক্ষ থেকে রাজ্যের স্বাস্থ্য সচিবকে বরাদ্দ অর্থ দেওয়ার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে। এতদিন নাম বিতর্কেই এই টাকা আটকে ছিল বলে খবর।
প্রকল্পের নাম বদল, এবং তার জেরে রাজ্য-কেন্দ্র সংঘাতে কেন্দ্রের অনুদান স্থগিত হওয়া— এমন গত কয়েক বছরে বার বার ঘটেছে। যেমন ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র নাম পশ্চিমবঙ্গে হয়েছে ‘বাংলা আবাস যোজনা’। ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’-র নাম হয়েছে ‘বাংলা গ্রাম সড়ক যোজনা’।
অবশেষে বাংলার স্বাস্থ্য প্রকল্পের ‘আটকে রাখা’ টাকা বরাদ্দ করল কেন্দ্র
