📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রতিপক্ষের চাল কী হবে, জানা ছিল না ভারতের। কিছুটা দাবার চালের মতো। কিন্তু শেষ পর্যন্ত চেক-মেট করেছিল ভারতই। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বড় মন্তব্য করলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আইআইটি মাদ্রাজেরএকটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘অপারেশন সিঁদুরে আমরা দাবা খেলেছি। আমরা জানতাম না শত্রুর আগামী চাল কী হতে চলেছে এবং আমরা পাল্টা কী করব…।’
‘অপারেশন সিঁদুর’ নিয়ে বড় মন্তব্য সেনাপ্রধানের

