অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে দক্ষিণ কলকাতায় তিরঙ্গা যাত্রা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে দক্ষিণ কলকাতায় অনুষ্ঠিত হল এক বিশাল ‘তিরঙ্গা যাত্রা’। দক্ষিণ কলকাতা নাগরিক বৃন্দের  উদ্যোগে বেহালা চৌরাস্তা থেকে তারাতলা পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

আজ রাজ্যজুড়ে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে বিজেপির তরফে অনুষ্ঠিত হয় তিরঙ্গা যাত্রা। দক্ষিণ কলকাতার রাস্তায় তেরঙার ঢেউ বয়ে যায়। দেশপ্রেমে উদ্বুদ্ধ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। ব্যানার, ফেস্টুন, এবং দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা অঞ্চল।

এই যাত্রায় উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা বিজেপির জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য, রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান এবং বিজেপির মুখপত্র কেয়া ঘোষ।

তাঁরা জানান, “অপারেশন সিঁদুর আমাদের দেশের সাহস ও আত্মবলিদানের প্রতীক। সেনার এই সাফল্য গোটা দেশের গর্ব। সেই গৌরবকে স্মরণ করতেই আজকের এই তিরঙ্গা যাত্রা।” এই কর্মসূচির মাধ্যমে শহরের নানা প্রান্তের মানুষ দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেন এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।