অপারেশন সিঁদুরের ছ্যাঁকা! যুদ্ধ জিগির তুলে ‘আর্মি রকেট ফোর্স’-এর ঘোষণা পাক প্রধানমন্ত্রীর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অপারেশন সিঁদুরের ছ্যাঁকা খেয়ে এবার প্রতিরক্ষার জোর দিচ্ছে পাকিস্তান। বাহিনীতে নতুন একটি সামরিক শাখা তৈরি করছে পাক প্রশাসন, যার নাম রাখা হয়েছে ‘আর্মি রকেট ফোর্স’। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার ইসলামাবাদে পাকিস্তানের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘আর্মি রকেট ফোর্স’ তৈরি করার কথা ঘোষণা করেন। চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে তীব্র সংঘর্ষের পর এই পদক্ষেপ করা হয়েছে।
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আরও জানিয়েছেন, আধুনিক সরঞ্জাম দিয়ে সাজানো এই বাহিনী পাক সেনার কাছে এক অন্যতম বড় মাইলফলক হতে চলেছে। পাক প্রতিরক্ষা দপ্তরের উচ্চসচিবের তরফে জানানো হয়েছে, ‘আর্মি রকেট ফোর্স’ একটি স্বনিয়ন্ত্রিত বাহিনী। উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে এই বাহিনী। যুদ্ধক্ষেত্রে ভারতকে উপযুক্ত জবাব দেওয়ার প্রচেষ্টার জন্যই তৈরি এই বাহিনী।