নিজস্ব সংবাদদাতা, Todays Story: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি-র উপর হামলার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওয়াইএসআরসিপি প্রধানের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি । উল্লেখ্য, শনিবার প্রচার চলাকালীন জগন্মোহন রেড্ডির উপর হামলার অভিযোগ উঠেছে । জানা গিয়েছে, রোড-শো চলাকালীন হঠাৎ ঢিল এসে লাগে তাঁর কপালে । গুরুতর আহত হন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ।মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘হামলার খবর শুনে আমি স্তম্ভিত । জগনজি-র দ্রুত আরোগ্য কামনা করি ।’ জানা গিয়েছে, জগনের বাঁ চোখের উপর ক্ষত তৈরি হয়েছে । সেলাই হবে বলে জানা গিয়েছে ।উল্লেখ্য, শনিবার বিজয়ওয়াড়ায় রোড-শো করছিলেন জগন্মোহন রেড্ডি । ছাদখোলা বাসে দাঁড়িয়ে জনসংযোগ করছিলেন তিনি । সেইসময় আচমকা তাঁর মাথায় ঢিল এসে লাগে । শুরু হয় রক্তক্ষরণ । বাসেই তাঁর চিকিৎসা শুরু করে চিকিৎসকরা । প্রাথমিক চিকিৎসার পর ফের তিনি প্রচারও শুরু করেন । মুখ্যমন্ত্রীর উপর হামলার অভিযোগউঠেছে টিডিপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর উপর ‘হামলা’, টুইটে তীব্র নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের
