📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দেশজুড়ে মানববিহীন লেভেল ক্রসিং তুলে তার পরিবর্তে নয়া রেল ওভারব্রিজ (আরওবি) তৈরি করা হচ্ছে। এর জন্য আজ অন্ডাল-সাঁইথিয়া সেকশনে তিনটি মেমু প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে। সিউড়ি-কুনিরি স্টেশনের মাঝে এই কাজের জন্য আজ সকাল পৌনে সাতটা থেকে দুপুর সওয়া দু’টো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। রবিবার বাতিল ট্রেনগুলো হল, অন্ডাল-সাঁইথিয়া মেমু প্যাসেঞ্জার(৬৩৫৩১), সাঁইথিয়া-অন্ডাল মেমু প্যাসেঞ্জার(৬৩৫৩৪), রামপুরহাট-অন্ডাল মেমু প্যাসেঞ্জার(৬৩৫৩০)। রেলের তরফে জানানো হয়েছে, দেওঘর-হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস(১৩০৪৬) ও অন্ডাল-রামপুরহাট মেমু(৬৩৫২৯) ট্রেন দু’টি ওই সেকশন পেরোনোর পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
অন্ডাল-সাঁইথিয়া সেকশনে বাতিল একাধিক ট্রেন
