নিজস্ব সংবাদদাতা, Todays Story: সম্পর্ক নিয়ে প্রচারে থাকতে চান না, তবু টলি অভিনেত্রী সোলাঙ্কির প্রেমজীবন নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। টলি-বলি অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে সোলাঙ্কির প্রেমচর্চা ইন্ডাস্ট্রিতে। এবার সোহমের জন্মদিনে দুজনের ছবি দিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সোলাঙ্কি। সঙ্গে ইঙ্গিতপুর্ণ বার্তা।সোহমের জন্মদিনে ছবির ক্যাপশনে সোলাঙ্কি বিশেষ বন্ধুকে জন্মদিনের অভিনন্দন জানিয়ে সঙ্গে লেখেন ‘লটস অফ লটস অফ লাভ’। তাতেই নেটিজেনদের একাংশের ধারণা, প্রেমের কথা প্রকাশ্যেই আনতে চান দুজনে।