‘অনুরণন’-এর প্রায় দু’দশক পর ঋতুপর্ণা-রাহুল বোস এক ছবিতে, আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত’

নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রায় দু’দশক পর আবার এক ছবিতে কাজ করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রাহুল বোস। ‘ম্যাডাম সেনগুপ্ত’ ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে তাঁদের। ২০০৬ সালে ‘অনুরণন’ ছবিতে ঋতুপর্ণা এবং রাহুলের অসাধারণ অভিনয় বাংলা ছবির মাইলফলক হয়ে রয়েছে৷ ১৮ বছর পর আবারও বড় পর্দায় তাঁদের জুটি দেখবেন বাঙালি দর্শক।পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’। ছবির প্রধান চরিত্রে ঋতুপর্ণাই যে অভিনয় করবেন, সেই খবর এতদিনে অনেকেরই জানা। নতুন চমক হল রাহুলের অর্ন্তভুক্তি। জানা গিয়েছে, এই সপ্তাহেই রাহুল আসবেন কলকাতায়৷ খুব দ্রুত শুরু হবে শুটিং।

error: Content is protected !!