📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এপ্রিলের শেষে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire) বড় বাজারের হোটেলে মৃত্যু হয়েছিল ১৪ জনের। তারপরও একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরে। প্রতিটি ক্ষেত্রেই অগ্নিনির্বাপণ (FireFighting System) ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন।
এমন পরিস্থিতিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঠেকাতে অগ্নি নির্বাপণ ব্যবস্থায় জোর দিচ্ছে রাজ্য। এ ব্যাপারে বুধবার কলকাতা পুরসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হল রাজ্যস্তরের বিশেষ বৈঠক। ওই বৈঠক থেকেই অগ্নি নির্বাপণ নিয়ে বিধানসভায় নয়া পলিসি (New Policy) আনার সিদ্ধান্ত নেওয়া হল। বৈঠক শেষে একথা জানান কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

