📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ বুধবার অক্ষয় তৃতীয়ার দিন শ্রীরামপুর মাহেশ জগন্নাথ দেবের মন্দিরে শুরু হল চন্দনযাত্রা অনুষ্ঠান। ৬২৯ বছরের প্রাচীন ঐতিহাসিক মাহেশের এই মন্দিরে মানুষের ঢল দেখতে পাওয়া যায়। এদিন ভোর সাড়ে চারটেয় মঙ্গল আরতির মাধ্যমে এই চন্দনযাত্রার সূচনা হয়। এই চন্দনযাত্রা আগামী ৪২ দিন ধরে চলবে বলে মন্দির সূত্রে জানা গিয়েছে।
প্রতি বছরই শ্রীরামপুরের মাহেশের মন্দিরে চন্দনযাত্রা অনুষ্ঠানে প্রচুর মানুষের ঢল নামে। সেজন্য প্রশাসনের তরফে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে। এদিন আরতির পর সকাল ছটা থেকে শুরু হয় জগন্নাথ দেবের জন্য চন্দন বাটা অনুষ্ঠান। মহিলারা সেই চন্দন বাটার কাজে হাত লাগান। বেলা ১১টার পর চন্দনযাত্রার সন্ধিক্ষণে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে চন্দনের প্রলেপ দেওয়া হয়। জগন্নাথ দেবের প্রধান সেবাইত সৌমেন অধিকারী, ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী-সহ মন্দিরের পুরোহিতরা জগন্নাথের মাথায় চন্দনের প্রলেপ দেন।
অক্ষয় তৃতীয়ার ভোরে মাহেশের জগন্নাথ দেবের চন্দনযাত্রার সূচনা, ভক্তদের ঢল
