📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অক্ষয় তৃতীয়ার দিন, ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথধামের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে পূর্ব মেদিনীপুর জেলার অন্য প্রান্তে সনাতনী সম্মেলনের আয়োজন করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার যেমন দিঘায় মন্দির উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে, তেমনই দক্ষিণ কাঁথিতে সনাতনী সম্মেলনের আয়োজনের প্রস্তুতিও শুরু হয়েছে জোরকদমে। সরাসরি ওই কর্মসূচির সঙ্গে বিরোধীদল বিজেপির যোগাযোগ না থাকলেও আয়োজনের যাবতীয় দায়িত্বে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দুর দফতর। ‘সহযোগী’ হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপকুমার দাস। শুভেন্দু জানিয়েছেন, ওইদিন সনাতনী সমাজের প্রতিনিধিরা তাঁদের মতামত প্রকাশ করবেন।
গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির বিপর্যয়ের পর ‘কট্টর’ হিন্দুত্বের লাইন নিয়ে এগোতে শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু। তাই মুখ্যমন্ত্রীর মন্দির উদ্বোধনের ‘পাল্টা’ সনাতনী কর্মসূচি করতে চাইছেন তিনি। কাঁথি লোকসভার অধীন রামনগরের দিঘায় যখন মুখ্যমন্ত্রী মন্দিরের উদ্বোধন করবেন, তার কাছাকাছি সময়েই কয়েক হাজার গেরুয়াধারী সন্ন্যাসীকে নিয়ে সনাতনী সম্মেলন ডেকেছেন শুভেন্দু। ওই সম্মেলনে কয়েক লক্ষ মানুষের খাওয়া-দাওয়া ও যোগদানের বন্দোবস্ত করা হয়েছে।
অক্ষয় তৃতীয়ায় দিঘায় মমতার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই দক্ষিণ কাঁথিতে সনাতনী সম্মেলনের প্রস্তুতি শুভেন্দুর
