কবে ব্যাঙ্ক খুলবে বাংলায়? পয়লা বৈশাখে সরকারি অফিস বন্ধ? কবে ছুটি? রইল তালিকা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বালাসাহেব আম্বেদকর জয়ন্তীর জন্য সোমবার আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দরাবাদ (তেলাঙ্গানা), ইম্ফল, ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বই, নাগপুর, পানাজি, পাটনা, রাঁচি, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্কে ছুটি বন্ধ থাকবে। সেইসঙ্গে কলকাতা-সহ পশ্চিমবঙ্গেও ছুটি থাকবে ব্যাঙ্কে।শুধু তাই নয়, মঙ্গলবারও কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্কে ছুটি থাকবে। কারণ সেদিন পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষ উদযাপন করা হবে। তাছাড়াও সেদিন আগরতলা, গুয়াহাটি, ইটানগর এবং শিমলায় ব্যাঙ্ক ছুটি থাকবে। গুয়াহাটিতে মঙ্গলবার বিহু পালন করা হবে। পশ্চিমবঙ্গের মতো আগরতলা-সহ ত্রিপুরা পালন করা হবে পয়লা বৈশাখ। ওই পাঁচটি জায়গা ছাড়া দেশের অন্যত্র ব্যাঙ্ক খোলা থাকবে।সোমবার আম্বেদকর জয়ন্তীর জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি অফিস, স্কুল এবং কলেজে ছুটি থাকবে। সোমবার চৈত্র সংক্রান্তিও পড়েছে বটে। তারপর পয়লা বৈশাখ হওয়ায় মঙ্গলবার খোলা থাকবে না। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি অফিস, স্কুল এবং কলেজ। একেবারে সেই বুধবার সরকারি, স্কুল ও কলেজ খুলবে। অর্থাৎ রবিবার মিলিয়ে একেবারে টানা ছুটি পেয়ে গিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।একইভাবে গুড ফ্রাইডের জন্য ১৮ এপ্রিল কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেদিন অবশ্য আগরতলা বা গুয়াহাটিতে ব্যাঙ্কে ছুটি দেওয়া হয়নি। তারপর অবশ্য সাপ্তাহিক ছুটি ছাড়া এপ্রিলে আর কোনওদিন কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। অর্থাৎ ২০ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ২৭ এপ্রিল ব্যাঙ্ক খোলা থাকবে না কলকাতা-সহ পশ্চিমবঙ্গে। সেই লম্বা উইকেন্ডের রেশ কাটতে না কাটতেই এই সপ্তাহেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আরও একটি ছুটি পাবেন। আগামী ১৮ এপ্রিল (শুক্রবার) গুড ফ্রাইড পড়েছে। সেজন্য সেদিন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি অফিস বন্ধ থাকবে। আর ইস্টার সানডে হওয়ার কারণে আগামী ১৯ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বী রাজ্য সরকারি কর্মচারীদেরও ছুটি থাকবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে।

error: Content is protected !!