মহরমের জন্য মিলল না অনুমতি, মঙ্গলবার নবান্ন অভিযান চাকরিহারাদের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  যোগ্যদের তালিকা প্রকাশ-সহ একাধিক দাবির ভিত্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এসএসসির চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরা। হাওড়া ময়দান থেকে মিছিল করে নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছিল গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চ। কিন্তু ৬ তারিখ মহরম হওয়ায় এই কদিন কোনওরকম হাওড়া ময়দান বা অন্যত্র কোনও জমায়েতে অনুমতি দিল না কলকাতা পুলিশ। বাধ্য হয়ে ৩ তারিখের বদলে ৮ তারিখ নবান্ন অভিযানে নামবেন আন্দোলনকারীরা।

বুধবার হাওড়া পুলিশ কমিশনার অফিসে আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান অধিকার মঞ্চের একাংশ। সেখানে দীর্ঘ চার ঘণ্টা বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান। পরিস্থিতি বুঝে নিজেদের সিদ্ধান্তে বদল আনেন।

error: Content is protected !!