📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পিতৃপক্ষে প্রয়াত পিতৃপুরুষরা মর্ত্যলোকে ফিরে আসেন, এই বিশ্বাস থেকেই ভাদ্র মাসের প্রতিপদ তিথি থেকেই পিতৃতর্পণ শুরু হলো বাঁকুড়াতেও। সোমবার সকাল থেকে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতে পিতৃ তর্পণে অংশ নিলেন অসংখ্য মানুষ।
ভাদ্র মাসের প্রতিপদ তিথি থেকেই পিতৃতর্পণ

