ফের নিপা ভাইরাসের থাবা কেরলে! তিন জেলায় জারি সতর্কতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মহাজনের থেকে নেওয়া ঋণের সুদ দিতে না পারায় মানসিক চাপ এবং মহাজনের নোংরা প্রস্তাবের জেরে আত্মঘাতী হলেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। পুদুচেরির বাসিন্দা ৩৩ বছর বয়সি বিক্রম মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন। সেখানে তিনি বেশ কিছু ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে গিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, বিক্রম একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। কয়েকদিন আগে তিনি এক মহাজনের কাছ থেকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। অন্য আর একজনের কাছে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ওই নোটে বিক্রম লিখেছেন, ৩ লক্ষ ৮০ হাজার টাকার জন্য প্রতিমাসে ৩৮ হাজার টাকা সুদ দিতে হত তাঁকে। এদিকে ৩০ হাজার টাকা ঋণের জন্য় প্রতিমাসে ৬ হাজার টাকা করে সুদ দিতে হত। এতেই চাপে পড়ে যান তিনি। এরই মধ্যে সুদ মেটাতে ও সংসার চালাতে একটি চিকেন সপে কাজ করতে শুরু করেন বিক্রম।

সম্প্রতি একটি দুর্ঘটনায় গুরুতর জখম হন বিক্রম। শয্যাশায়ী হয়ে পড়েন। ঋণের সুদ মেটানো ও সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। সময়মতো সুদের টাকাও দিতে পারছিলেন না। এরই মধ্যে এক মহাজন তাঁকে প্রস্তাব দেন সুদ মেটাতে না পারলে স্ত্রী ও মেয়েকে তাঁর কাছে পাঠিয়ে দিতে। এতেই চূড়ান্ত অপমানিত বোধ করেন বিক্রম। বেছে নেন আত্মহত্যার পথ। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই পদক্ষপ করেছে পুলিশ। অভিযুক্ত মহাজনদের চিহ্নিত করার কাজ চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। আর এতেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

error: Content is protected !!