📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একটানা বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডে। এর ফলে রাজ্যের বেশ কয়কটি জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ধসের জেরে পাঁচদিন ধরে বন্ধ রয়েছে বদ্রীনাথ জাতীয় সড়ক। এই পরিস্থিতিতে আপাতত চারধাম যাত্রা বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এদিকে শুক্রবার রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, আপাতত বন্ধ চারধাম যাত্রা
